জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছে করল্যাছড়ি আর.এস উচ্চ বিদ্যালয়ের আইসিটির সিনিয়র শিক্ষক সুলতান আহমেদ এবং কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন লংগদু সরকারি মডেল কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী সুমাইয়া বিনতে সুলতান স্বর্ণা।
কর্মগুনেই বাবা-মেয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গত বুধবার লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক কর্মকর্তার স্বাক্ষরিত শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হয়।
শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত বাছাই কমিটি, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে করল্যাছড়ি আর.এস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুলতান আহমেদকে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ঘোষণা করেন।
সুলতান আহমেদ জানান, পরিশ্রম কখনো বৃথা যায় না। পঞ্চম বারের মতো জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে আমাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মনোনীত করায় উপজেলা প্রশাসনসহ শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই। এছাড়াও তিনি ২০১৬, ২০১৮ ও ২০২২ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিল।
অন্যদিকে শ্রেষ্ঠ শিক্ষার্থী সুমাইয়া ক্লাসে নিয়মিত (শতভাগ) উপস্থিতি, পাঠদানে গভীর মনোযোগ, মেধাবী ও শৃঙ্খলার কারণে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কলেজ পর্যায়ে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ মনোনীত হয়েছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাকসুদুর রহমান বলেন, শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে তাদেরকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত করেছেন।
টিএইচ