ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে হলের সিট বরাদ্দের নবায়ন ইস্যুতে সংঘর্ষের ঘটনার তিন দিনপর প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম আবার চালু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে কলেজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।
বিষয়টি জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ। তিনি বলেন, ‘তিনদিন বন্ধ থাকার পর কলেজ খুলেছে। যথাসময়ে ক্লাস শুরু হয়েছে। তবে দূরের অনেক শিক্ষার্থী ইচ্ছে করেই কলেজে আসেনি। প্রথমদিন শিক্ষার্থীদের উপস্থিতি কম হলেও আগামীকাল থেকে উপস্থিতি বাড়বে।
এর আগে গত ১২ জানুয়ারি হলের সিট বরাদ্দের নবায়ন ইস্যুতে ঝামেলার সূত্রপাত হয়। পরে ময়মনসিংহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্নয়ক আশিকুর রহমানসহ অন্যরা এলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় ওইদিন রাতে কলেজ ও হল বন্ধ ঘোষণা করে কলেজ প্রশাসন। বলা হয়, পরদিন সকাল ৮টার মধ্যে ছেলেদের হল ছাড়তে হবে। তবে মেয়েরা হলে থাকতে পারবেন। কলেজে শৃঙ্খলা ফেরাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। কিন্তু সোমবার দুপুর পর্যন্ত গুটিকয়েক ছাত্র হল ছাড়লেও বেশিরভাগ হলে অবস্থান নেন। তাদের দাবি না মানা পর্যন্ত হল না ছাড়ার ঘোষণা দেয়া হয়।
তাদের দাবিগুলো হলো হামলাকারীদের পরিচয় প্রকাশসহ তাদের গ্রেপ্তার করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। হলে থাকা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বহিরাগত সন্ত্রাসীদের কলেজ ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করতে হবে। নতুন সিট নবায়নে বর্তমান বৈধ সিটধারীদের সিট স্ব স্ব অবস্থানে নিশ্চিত করতে হবে। সিট নবায়নের ফি কমাতে হবে।
টিএইচ