ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে সংবাদ প্রকাশের পর হাসপাতাল পরিদর্শন করেন ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম। টানা দুই দিন পরিদর্শনে পাল্টে যায় হাসপাতালের চিত্র। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন রোগী ও স্বজনেরা।
দীর্ঘদিনের অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ নিয়ে সংবাদ প্রকাশের পর গত রোববার দুপুরে হাসপালটি পরিদর্শন করেন সংসদ সদস্য। বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি।
এসময় হাসপাতালের দুর্গন্ধময় পরিবেশ মুক্ত করার লক্ষ্যে ব্যক্তিগত অর্থায়নে অস্থায়ীভাবে পাঁচজন পরিচ্ছন্নকর্মী নিয়োগের ব্যবস্থা করেন এবং অন্য ক্রুটির বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন এমপি সায়েম।
কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা জানতে রোববার পুনরায় পরিদর্শন করেন তিনি। রোগীর স্বজন আশফুল ইসলাম ও মনিরুজ্জামান বলেন, এমপির পরিদর্শনে হাসপাতালের পরিবেশ পূর্বের তুলনায় গত দুই দিনে পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ তৈরি হয়েছে।
এমপি মাহমুদুল হক সায়েম বলেন, জনপ্রতিনিধি হিসেবে জনগণের সকল ধরনের সেবা শতভাগ বাস্তবায়নের একাংশ ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেবা নিতে আসা জনসাধারণের ভোগান্তি ও কোনোপ্রকার হয়রানি গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএসএম সোহরাব হোসাইন বলেন, এমপির দিকনির্দেশনা মোতাবেক হাসপাতালের সব ধরনের কার্যক্রম শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
টিএইচ