শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সখিপুর থানার ওসি ওবায়দুল হক। শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়াসহ চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন, আসামিদের গ্রেপ্তারসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় শরীয়তপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন সখিপুর থানার ওসি ওবায়দুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম থানার (ওসি) ওবায়দুল হকের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম-সেবা) সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয়, এরপরও অবশ্য বিপদে মানুষ পুলিশের কাছেই আসে। তাই আমাদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নড়ীয়া সার্কেল) মো. আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল), তানভীর হাসান, সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মুশফিকুর রহিমসহ জেলা পুলিশের বিভিন্ন থানার ওসি, ফাঁড়ি, ক্যাম্প ইনচাজরা।
টিএইচ