সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সখীপুরে আ.লীগের ৪ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে আ.লীগের ৪ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

গঠনতন্ত্রবিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের সখীপুরে দুই ইউপির বিদ্রোহী চার চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আ.লীগ। গত মঙ্গলবার রাতে দলের সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়। 

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এমপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, উপজেলার হাতিবান্ধা ইউপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান রবিন, একই ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হুমায়ুন আহমেদ, নবগঠিত বড়চওনা ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম এবং একই ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আ.লীগের সদস্য আব্দুল গফুর সরকার হিরু। এই দুটিসহ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

টিএইচ