রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

সখীপুরে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ  

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ  

টাঙ্গাইলের সখীপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সমপ্রসারণ প্রকল্পের আওতায়  পাটবীজ উৎপাদনকারী চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সাঈদ আজাদ। সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী।

এ সময় বক্তব্য দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমত আরা খাতুন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহেদুজ্জামান খান ফরিদ, পরিদর্শক রমেশ চন্দ্র সূত্রধর, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোলায়মান কবির  প্রমুখ। এ সময় উপজেলার ৭৫ জন পাটচাষি প্রশিক্ষণে অংশ নেন।

টিএইচ