সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সখীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সখীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের উপর ভারতের সাদপন্থীদের হামলার প্রতিবাদে সচেতন তাওহীদি জনতার ব্যানারে টাঙ্গাইলের সখীপুরে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) পৌরশহরের  তালতলা চত্বরে এ বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালতলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, গত ১৮ ডিসেম্বর গভীর রাতে সাদপন্থীরা ঘুমন্ত ও নিরস্ত্র তাবলীগের সাথীদের ওপর হামলা চালায়। 

এ ঘটনায় ৪জন নিহতের পাশাপাশি বহু মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারী সবাইকে আইনের আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশীয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন মুফতি শামছুল আলম, মাওলানা আব্দুল লতিফ, মুফতি ফজলুর রহমান, মাওলানা আব্দুর রহিম, মুফতি আসাদুজ্জামান তালুকদার, মুফতি মোস্তাক আহমেদ, আহমদ শফী তালুকদার, মোস্তফা কামাল প্রমুখ।

টিএইচ