শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১
The Daily Post

সখীপুরে মাটি কাটায় ব্যবসায়ীকে জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সখীপুরে মাটি কাটায় ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে সরকারি সংরক্ষিত ভূমিতে অবৈধ মাটি উত্তোলনের অপরাধে এক মাটি ব্যবসায়ীকে দুইলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার দিবাগত রাতে উপজেলার কালিদাস বল্লা চালা গ্রামে সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা এ আদালত পরিচালনা করেন।

এ সময় মাটি ব্যবসায়ী আব্দুর রউফ ও খনন যন্ত্র মালিক পালিয়ে যাওয়ায় দুই ড্রাইভার শামীম ও রাজিবকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ওই মাটি ব্যবসায়ী উপজেলার প্রতিমা বংকী গ্রামের কুদ্দুস মেম্বারের ছেলে।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ওই খনন যন্ত্র মালিক ও মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় বাসাইল আর্মি ক্যাম্প ও সখিপুর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

টিএইচ