বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সখীপুরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৮

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৮

টাঙ্গাইলের সখীপুরে শিয়ালের কামড়ে নারীসহ ৮ জন আহত হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  গত শনিবার রাতে উপজেলার বানিয়ারছিটের মাচিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

আহতরা হলেন, মাচিয়া গ্রামের  আল-আমিন ও তার মা, শরীফ মিয়া, জুলহাস মিয়া, আসলাম, শাহিন এবং আনিস। গত শনিবার রাতে একটি শিয়াল পর্যায়ক্রমে আক্রমণ করে তাদের আহত করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে  আল-আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠান হয়েছে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আরও জানান, একই রাতে বানিয়ারছিট বাজারের নৈশপ্রহরী আবদুল আলীমকে (৫৫) শিয়াল কামড়ালে স্থানীয় একজনের সহযোগিতায়  শিয়ালকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম বলেন, আহতদের অনেকেই চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টিএইচ