শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

সদরপুরে ঠিকাদারের অব্যস্থাপনায় ঝুঁকিতে পাকা ভবন ও বিদ্যুৎ লাইন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি 

সদরপুরে ঠিকাদারের অব্যস্থাপনায় ঝুঁকিতে পাকা ভবন ও বিদ্যুৎ লাইন

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার জমাদ্দার ডাঙ্গি গ্রামে গত ৩১ মে একটি ব্রিজের কাজ করার সময় মাটি ধসে চাপা পড়ে প্রাণ হারায় নির্মাণ শ্রমিক জাবেদ খান (২৩), জুলহাস মিয়া (২৪), অন্তর শেক (২২)। 

এ সময় মাটির নিচের চাপা পড়ে গুরুত্বর আহত হয় নজরুল শেক। তাকে এখন সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। দুর্ঘটনা পর পরই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায়, কর্ম এলাকায় চরম ঝুঁকিতে রয়েছে একটি পাকা একতলা ভবনসহ ৩৩ হাজার হাই ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ লাইন।

বিষয়টি জানতে পেরে ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও প্রশাসনের পক্ষ থেকে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন। 

সরেজমিনে ঘুরে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, সদরপুর উপজেলার জমাদ্দার ডাঙ্গি গ্রামের একটি খালের উপর ২৫ মিটার লম্বা ও ১০ মিটার চওড়া একটি ব্রিজ নির্মাণের কাজ পায় ইসতিয়াক আসিফ এন্টারপ্রাইজ। ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফের ছোট ভাই শাহ মো. ইসতিয়াক আসিফ। 

বিষয়টি জানতে পেরে ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী তার দলীয় নেতাকর্মীদের পাঠিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। এসময় স্থানীয় সংবাদকর্মীদের মুঠোফোনে তিনি বলেন, সংসদে বাজেট অধিবেশন চলার কারণে আমি এই মুহুর্তে এলাকায় আসতে পারছি না। তবে আমার দলীয় নেতা-কর্মীরা সব সময় খোঁজ খবর নিচ্ছে। আমি আশা করব প্রশাসন সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করবেন। 

বিষয়টি নিয়ে সদরপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, মো. ইসতিয়াক আসিফ এন্টারপ্রাইজকে আমরা কাজটি দিয়েছিলাম, তার বিরুদ্ধে কাজের শুরু থেকেই বিভিন্ন অভিযোগ ছিল। আমরা ঘটনার তদন্তের আগেই দুর্ঘটনা ঘটে গেল। প্রশাসনের পক্ষ হতে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপুরন দেয়ার ব্যবস্থা ইতোমধ্যে করা হয়েছে। 

ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। তবে একটি কথা আমরা নিজেরাও অনেক সময় কিছু লোকের কাছে জিম্মি হয়ে পড়ি। বিষয়টি আপনারা বুঝতে পারছেন। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) হেলালউদ্দিন জানান, পুলিশ তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
বিষয়টি নিয়ে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণের জন্য কাউকেই সরেজমিনে এবং মুঠোফোনে পাওয়া যায়নি।

টিএইচ