মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

সন্ত্রাসীদের আক্রমণে পিতা-পুত্র আহতের ঘটনায় মামলা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

সন্ত্রাসীদের আক্রমণে পিতা-পুত্র আহতের ঘটনায় মামলা

বাগেরহাটের রামপালে চাঁদাবাজদের ধারালো দা ও রডের আঘাতে গুরুতর আহত হয়েছেন পিতা-পুত্র। এ ঘটনায় অবশেষে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রামপাল) এর আদালতে ১৬ জনকে আসামি করে (পি- ৬৫/২০২৩) একটি পিটিশন মামলা হয়েছে। 

মামলাটি করেছেন ভিকটিম আবু সাইদের ভাই আনোয়ারুল ইসলাম। আদালত মামলাটি বাগেরহাটের সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। 

আহতরা হলেন, উপজেলার চাঁদপুর গ্রামের মৃত দলিল উদ্দিনের পুত্র ওষুধ ব্যবসায়ী বৃদ্ধ আবু সাইদ শেখ (৬৭) ও তার পুত্র নাজমুল হাসান (২৮)। আসামিরা হলেন, শংকনগর গ্রামের আবু হানিফ ওরফে হানু, আব্দুল্লাহ শেখ, গিয়াস উদ্দিন শেখ, মহসীন শেখ, লালু শেখ, সাইফুল্লাহ শেখ, চাঁদপুর গ্রামের মিজান শেখ, মিরাজুল শেখ, জসিম শেখ, সেলিম শেখ, কামাল শেখ, জামাল শেখ, আবু দাউদ মল্লিক, আ. হালিম সরদার ও এরশাদ শেখ। 

জানাগেছে, গত ৩০ জুলাই রাতে পিতা-পুত্র ফয়লাহাটের ওষুধের দোকানে বেচা-বিক্রি করে ভ্যানগাড়িযোগে চাঁদপুরের বাড়িতে ফিরছিলেন। পথে কেরামত ও আলতাফের বাড়ির সামনে পৌঁছলে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম এবং হাত পা ভেঙে দেয়। 

টিএইচ