বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সন্দ্বীপে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

‘আগামী প্রজম্মকে সক্ষম  করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ স্ল্লোগানকে সামনে রেখে সন্দ্বীপে র্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক মহড়া এবং সচেতনতা বৃদ্ধিবিষয়ক আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। 

এতে মহড়ায় ভূমিকম্পে করণীয়, অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ে বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এছাড়া ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় ব্যক্তিগত পর্যায়ে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা ও রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ ভবন থেকে বের করা সম্পর্কে সম্যক ধারণা দেয়া হয়। 

মহড়ায় সন্দ্বীপ ফায়ার সার্ভিসের  কর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া এফ.এস.সি.ডি ভলেন্টিয়ার, রেডক্রিসেন্ট ও সিপিপির সদস্যরা অংশ  নেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহযোগিতায়  উপজেলা চত্বর থেকে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের প্রশাসক ও ইউএনও রিগ্যান চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিক উল্ল্যাহ,  উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা সমাজসেবা অফিসার মহসিন আলমসহ বিভিন্ন দপ্তরের  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ