‘আগামী প্রজম্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ স্ল্লোগানকে সামনে রেখে সন্দ্বীপে র্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক মহড়া এবং সচেতনতা বৃদ্ধিবিষয়ক আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
এতে মহড়ায় ভূমিকম্পে করণীয়, অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ে বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এছাড়া ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় ব্যক্তিগত পর্যায়ে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা ও রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ ভবন থেকে বের করা সম্পর্কে সম্যক ধারণা দেয়া হয়।
মহড়ায় সন্দ্বীপ ফায়ার সার্ভিসের কর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া এফ.এস.সি.ডি ভলেন্টিয়ার, রেডক্রিসেন্ট ও সিপিপির সদস্যরা অংশ নেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহযোগিতায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের প্রশাসক ও ইউএনও রিগ্যান চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিক উল্ল্যাহ, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা সমাজসেবা অফিসার মহসিন আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিএইচ