সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (১ জুলাই) উপজেলা পরিষদের কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামের হলরুমে উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেণিশিক্ষক, রোভার স্কাউট, গার্লস গাইড ও শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র প্রদান করা হয়েছে।
পুরষ্কার বিতারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ ইউএনও রিগ্যান চাকমা, সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আজমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল সিরাজুল মাওল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফিরোজ খান, প্রধান শিক্ষক আবদুল হান্নান প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান দ্বীপবন্ধু মোস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক আবদুল হান্নান, শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান মাওলানা ইসহাক, প্রতিষ্ঠান ও বিভিন্ন ক্যটাগরির শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এছাড়া রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত, জারি গান (দলভিত্তিক), উচ্চাঙ্গ নৃত্য, লোকনৃত্য, ইংরেজি রচনা ও ইংরজি বক্তৃতা এবং হামদ ও নাত প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে সেরাদের পুরস্কার দেয়া হয়। অন্য ক্যাটাগরির মধ্যে বিএনসিসি, রোভার, স্কাউট, গার্ল গাইডস, রেঞ্জার প্রতিযোগিতা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে নির্বাচিতদের পুরস্কার দেয়া হয়।
টিএইচ