বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Post

সন্দ্বীপে জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপে জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ

চট্টগ্রামের সন্দ্বীপে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সহায়ক উপকরণ হিসেবে ৩য় ধাপে নিবন্ধিত সুফলভোগী ১৬জন নিবন্ধিত জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) উপজেলা মৎস্য অফিস চত্বরে ১৬ জন হতদরিদ্র জেলেদের মধ্যে এ বকনা গরুর বাছুর বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আতিক উল্ল্যাহ, এছাড়া ও উপস্থিত ছিলেন- সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, রহমতপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান মামুন, উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব কামরুল হাসান সহ মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা।

টিএইচ