শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সন্দ্বীপে প্রার্থীদের মনোনয়ন দাখিল

সন্দ্বীপ (নোয়াখালী) প্রতিনিধি

সন্দ্বীপে প্রার্থীদের মনোনয়ন দাখিল

আগামী ১৯ জুলাই সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ- নির্বাচন ৪ জন ও ১৭ জুলাই  কালাপানিয়া  ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। 

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, সন্দ্বীপ উপজেলা আ.লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন সন্দ্বীপী, সন্দ্বীপ উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক ওমর ফারুক, সন্দ্বীপ উপজেলা আ.যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম জিল্লু ও উত্তর সন্দ্বীপ কলেজের প্রভাষক মো. সিরাজ। 

এদিকে কালাপানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ. লীগের ধর্ম সম্পাদক এস এম দিদারুল আলম, স্বতন্ত্র প্রার্থী কালাপানিয়া ইউনিয়ন আ.যুবলীগের সভাপতি আবদুল কাদের, স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি সদস্য শওকত হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম, স্বতন্ত্র প্রার্থী সাহাব উদ্দিন শওকত, ৯ টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩১ জন যথাক্রমে ১ নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ৫ জন, ৩ নং ওয়ার্ডে ৫ জন, ৪ নং ওয়ার্ডে ৩ জন, ৫ নং ওয়ার্ডে ২ জন, ৬ নং ওয়ার্ড ৩ জন, ৭ নং ওয়ার্ডে ৪ জন, ৮ নং ওয়ার্ডে  ২ জন, ৯ নং ওয়ার্ডে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করছেন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১.২.৩ নং ওয়ার্ড থেকে ২ জন, ৪.৫.৬ নং ওয়ার্ড থেকে ৩ জন, ৭.৮.৯ নং ওয়ার্ড থেকে ২ প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করছেন। 

আগামী ১৯ জুন মনোনয়নপত্র বাছাই, ২৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৭ জুলাই কালাপানিয়া ইউপি ভোট গ্রহণ, ১৯ জুলাই সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। সন্দ্বীপ উপজেলা পরিষদের মোট ভোটার ২,৩৯,৬১০ কালাপানিয়া ইউনিয়নে মোট ভোটার ১৩,৬৫৪ জন।

টিএইচ