বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সন্দ্বীপে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ 

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ 

সন্দ্বীপ উপজেলার এম এ মোবারক মিয়া পরিবারের পৃষ্ঠপোষকতায় ও মঞ্জুর আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে মঞ্জুর আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পূর্ব সন্দ্বীপ হাইস্কুলের মাঠে এ খেলা সম্পন্ন হয়।

এতে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাস্টার সাইফুল ইসলাম। খেলা উদ্বোধন করেন মঞ্জুর আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পৃষ্ঠপোষক ফেরদৌস আহমেদ কৌশিক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। 

অ্যাডভোকেট মাস্টার মাকসুদুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর ও সন্দ্বীপ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জিএস আবুল বশার। 

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক  ও সুশীল সমাজের ব্যক্তিরা। খেলায় মোট ছয়টি দল অংশ গ্রহণ করে। এতে চ্যাম্পিয়ান ২০ হাজার ও রানার্সআপ দলকে ১০ হাজার টাকার প্রাইজ মানি দেয়া হয়।

টিএইচ