বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সন্দ্বীপে বাজার মনিটরিং অভিযানে ব্যবসায়ীকে জরিমানা

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপে বাজার মনিটরিং অভিযানে ব্যবসায়ীকে জরিমানা

সন্দ্বীপ উপজেলা সদরের পৌরসভার কমপ্লেক্স সেনের হাট ও এনাম নাহার মোড়ের  বাজার মনিটরিংয়ের উদ্দেশ্যে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলার তিনটি বাজারে  বিভিন্ন দোকানে মনিটরিংয়ের উদ্দেশ্যে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ পৌরসভার প্রশাসক অং ছিং মারমা। 

অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইনে ভোক্তা অধিকার সংরক্ষণ ০৩টি মামলায় নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি রাস্তা দখল করে দোকানের মালামাল রেখে যানজট সৃষ্টি করা, মেয়াদৌত্তীর্ণ পণ্য বিক্রয় করা, ক্রয় রশিদ না রাখা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে কমপ্লেক্স বেলাল সওদাগর ১ হাজার টাকা, পিন্টু সওদাগর ১ হাজার টাকা, সালাউদ্দিন সওদাগর ১ হাজার,  বেলাল ১ হাজার, মাহফুজ সওদাগর ১ হাজার টাকা, আনোয়ারা হোটেল মাকছুদুর রহমান ২ হাজার টাকা, জয়নাল আবেদীন সওদাগর ১ হাজার টাকা, হানিফ সওদাগর ১ হাজার টাকা, সেনের হাটের মুনসুর সওদাগর ৩ হাজার টাকা, মহব্বত সওদাগর ১ হাজার টাকা, হামিদুর রহমান ১ হাজার টাকা, এনাম নাহার মোড়ের আবদুর রহমান ১ হাজার টাকা, সততা মিষ্টি বিতানের ওমর ফারুক এক হাজার টাকা, কামরুল ২ হাজার টাকা, বিনয় সাহা মিষ্টি সন্তোষ সাহাকে ২ হাজার টাকা সহ মোট ১৮ ব্যবসায়ীকে ২৮ হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

সন্দ্বীপ পৌরসভার প্রশাসক অং ছিং মারমা বলেন, রাস্তা দখল করে যানজট সৃষ্টি করা ও  পণ্য বিক্রি করা অপরিষ্কার করে খাবার খাওয়ালে কাউকে ছাড় নয়, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ নৌবাহিনীর কর্মকর্তা নোয়াবের নেতৃত্বে একটি টিম, উপজেলা ইঞ্জিনিয়ার আবদুল আলীম, সন্দ্বীপ থানার এসআই সাপ্রু মারমা, পৌরসভার ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম,  বিএনপি নেতা আবুল বশার জিএস, বিভিন্ন বাজার কমিটির নেতারা, ভূমি অফিস ও পৌরসভার কর্মকর্তার এ সময় উপস্থিত ছিলেন।

টিএইচ