সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সন্দ্বীপে মালবাহী ট্রাক খালে আহত দুই

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপে মালবাহী ট্রাক খালে আহত দুই

সন্দ্বীপের প্রধান গুপ্তছড়া সড়কে চলন্ত অবস্থায় ট্রাকের চাকা বাস্ট হয়ে একটি মালবাহী ট্রাক খালে পড়ে  উল্টে ড্রাইভার ও হেলপার আহত হয়েছে। আহত ড্রাইভার ফরিদ ও হেলপারকে প্রত্যক্ষদর্শী কয়েকজন ও এলাকবাসী  উদ্ধার করে স্থানীয় সন্দ্বীপ স্বর্ণদ্বীপ মেডিকেলে তাদের ভর্তি করায়। শুক্রবার (১০ মে) মালেক মুন্সি বাজারের পূর্বে  পাশে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গুপ্তছড়া ঘাট থেকে ট্রাকে মালামাল লোড করে সেনের হাটের উদ্দেশ্য ড্রাইভার যাত্রা করে, মালেক মুন্সি বাজার পর্যন্ত আসলে রাস্তা সরু হওয়ায় অন্য ট্রাককে ওভারটেক করতে গিয়ে অতিরিক্ত বোঝায় থাকায় এবং রাস্তায় সাইড নিচু হওয়ায় এতে চাকা পিস্ট হয়ে খালে পড়ে দুমড়ে মুচরে যায়। 

ট্রাকে সেনের হাটের মুনসুর সওদাগরের চাল, চিড়া, সাবানসহ বিভিন্ন মালামাল ছিলো। ট্রাকটি স্থানীয় গুপ্তছড়া ঘাটের শ্রবণ হদ্দারের বলে জানা গেছে। পরে অন্য ট্রাকের শ্রমিক এনে মালামালসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

টিএইচ