বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
The Daily Post

সন্দ্বীপ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রারম্ভিক কর্মশালা

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রারম্ভিক কর্মশালা

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে সন্দ্বীপ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) পৌর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের ২১৪টি এবং চট্টগ্রাম  বিভাগের ১৬টি পৌরসভায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। 

সন্দ্বীপ পৌরসভার প্রশাসক, ইউএনও রিগ্যান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন আইইউজিআইপি প্রকল্পের টিম লিডার সিনিয়র এক্সিকিউটিভ আরবান প্লানার শাহাদাত হোসেন, সহকারী আরবান প্লানার আল আল মুন্তাকিন অপূর্ব পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মনিরুল ইসলাম ভূইয়া,  উপজেলা ইঞ্জিনিয়ার পৌর ৭ ও ৮ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর আব্দুল আলীম, উপজেলা যুব উন্নয়ন অফিসার পৌর ৫ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিল আনোয়ার হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সফিকুল আলম, সন্দ্বীপ পৌরসভা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাকছুদের রহমান, পৌরসভা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম,  সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন, যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দীন উপস্থিত ছিলেন।

টিএইচ