বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সব ধর্মের উৎসবে পুলিশ পাশে থাকবে : ঢাকা রেঞ্জ ডিআইজি

ফরিদপুর প্রতিনিধি 

সব ধর্মের উৎসবে পুলিশ পাশে থাকবে : ঢাকা রেঞ্জ ডিআইজি

ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন ফরিদপুরের বিভিন্ন থানার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। গত শনিবার সন্ধ্যায় জেলার কয়েকটি উপজেলার মন্দির পরিদর্শন করেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় ও সার্বিক খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, সামপ্রদায়িক সমপ্রীতির বন্ধন অটুট রাখতে বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক বাংলাদেশ পুলিশ সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এবারের পূজা উদযাপনে যেকোনো সময়ের তুলনায় বর্তমান সরকার সর্বোচ্চ আন্তরিকতা এবং সতর্কতা দেখিয়েছেন।

তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষের উৎসব পালনে ভ্রাতৃত্বের বন্ধনে দৃষ্টান্ত স্থাপন করতে পুলিশ পাশে থাকবে। আমি বিশ্বাস করি, এদেশের জনগণের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই কাজটি করে দেখাতে পারবে। 

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আব্দুল জলিল, জেলা পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদ্যাপন কমিটির নেতারা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

টিএইচ