সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়

সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

গাইবান্ধা প্রতিনিধি

সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌর এলাকার শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের জারি করা প্রজ্ঞাপনকে তোয়াক্কা না করে অযোগ্য ব্যক্তিকে সভাপতি নির্বাচন করার ঘটনার অভিযোগের তদন্ত কমিটি গঠন হওয়ার প্রায় ২০ দিন পেরিয়ে যাচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার করা ওই তদন্ত কমিটিকে সাতদিনের মধ্য  তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ থাকলেও আজও তদন্ত কার্যক্রম শুরুই হয়নি। অভিযোগ রয়েছে, গত বছরের ১৮ জানুয়ারি কোনো প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে অত্যান্ত গোপনে সিলেকশনের মাধ্যমে ব্যাবস্থাপনা কমিটিতে দুইজন শিক্ষক সদস্যসহ মোট ১১ জন সদস্য নির্বাচিত করা হয়।

তবে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা সিদ্দিকা দাবি করে বলেন, নিয়ম বর্হিভূতভাবে সভাপতি নির্বাচন করা হলেও এখানে তার করার কিছুই ছিলো না।

জানতে চাইলে পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম এবিষয়ে কথা বলতে রাজি হননি।

এ প্রসঙ্গে  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ বলেন, এ সংক্রান্ত একটি  লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গত ১৯ জুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাতদিনের মধ্য কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তদন্ত কমিটিতে রয়েছেন, গাইবান্ধা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাসুমুল হক ও পলাশবাড়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।
জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা মাসুমুল হক বলেন, আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ্য থাকায় তদন্ত কার্যক্রম শুরু করতে পারিনি। তবে দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।

টিএইচ