বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সমুদ্র সৈকতে নারীদের হেনস্তার ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি

সমুদ্র সৈকতে নারীদের হেনস্তার ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন নারীকে প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) কক্সবাজার সদর মডেল থানায় তৃতীয় লিঙ্গের (হিজড়া সমপ্রদায়ের) আরোহি ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার ফারুকুল ইসলাম ও নয়ন রুদ্র নামে দুজনের নাম উল্লেখসহ আরও ৫/৬ জনের নামে মামলাটি করা হয়।

বিষয়টি জানিয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, এজাহার পাওয়ার পর তদন্ত করে মামলাটি করা হয়েছে। ভিডিও দেখে ও যাচাই-বাছাই করে এ মামলায় ফারুকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

পরবর্তী প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। পুলিশ জানায়, যাচাই-বাছাই করে দেখা গেছে, ভিডিওটি ১১ সেপ্টেম্বর রাতের। ওই রাতেই নারী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের ওপর হামলা করেন ফারুকুল। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে।

টিএইচ