সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সম্মেলনের এক বছরেও গঠিত হয়নি শ্রীবরদী উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

সম্মেলনের এক বছরেও গঠিত হয়নি শ্রীবরদী উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

সম্মেলনের এক বছর অতিবাহিত হলেও শেরপুরের শ্রীবরদী উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। এতে করে ঝিমিয়ে রয়েছে উপজেলা আ.লীগের কার্যক্রম। 

এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি বাস্তাবায়ন করে উপজেলা আ.লীগের কার্যক্রম চাঙ্গা করার দাবি উঠেছে। পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়নে নেতাকর্মীরা শেরপুর-৩ আসনের এমপি এডিএম শহিদুল ইসলামের হস্তক্ষেপ কামনা করছেন। 

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ নভেম্বর বাংলাদেশ আ.লীগের শ্রীবরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত মোতাবেক ৩ বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. মোতাহারুল ইসলাম লিটনকে সভাপতি মো. ছালাহ্ উদ্দিন ছালেমকে সাধারণ সম্পাদক, এডিএম শহিদুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক (১), অ্যাড. মেরাজ উদ্দিন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি দেয়া হয়। 

বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দশেনা দেয়া হয়। কিন্তু এক বছর অতিবাহিত হলেও অদৃশ্য কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। 

আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ বলেন, ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার কথা ছিলো। কিন্তু এক বছর অতিবাহিত হয়েছে, তবুও এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ হয়নি। 

এতে করে উপজেলা আ.লীগের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। আদৌ পূর্ণাঙ্গ কমিটি হবে কিনা কে জানে। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়ন করে উপজেলা আ.লীগের কার্যক্রমকে চাঙ্গা করা দরকার। 

উপজেলা আ.লীগের সাবেক সদস্য পৌরমেয়র মোহাম্মদ আলী লাল বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন করে দ্রুত উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়ন জরুরি। এতে করে দলের সাংগঠনিক দিক শক্তিশালী হবে। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম বলেন, পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন হবে। 

শেরপুর-৩ আসনের এমপি ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডিএম শহিদুল ইসলাম বলেন, প্রায় দেড় বছর আগে একটি আংশিক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়নের নির্দেশনা থাকলেও অদৃশ্য কারণে এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। উপজেলা আ.লীগকে শক্তিশালি করার জন্য দলের ত্যাগী ও প্রবীণ নেতাদের নিয়ে একটি কর্মীবান্ধব কমিটি দ্রুত বাস্তবায়ন করা জরুরি।    

টিএইচ