রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সরাইলে দেশি অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

সরাইলে দেশি অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গত রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়ায় মেসার্স জিন্নাত খন্দকার অটো রাইস মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন জাকির মিয়া (৩৪), ছাদেক আহম্মেদ (৩০), জহিরুল ইসলাম (২৮),  আকাশ মিয়া (২২) ও শওকত আলী (৩০)।

জানা যায়, সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আ.স.ম. আতিকুর রহমানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) রহমান খান পাঠান, এসআই (নিরস্ত্র) আবু তাহের, এএসআই (নিরস্ত্র) দিলীপ কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেন।

সরাইল থানার ওসি এমরানুল ইসলাম জানান, গ্রেপ্তাররা ঢাকা-সিলেট মহাসড়কের উল্লিখিত এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এছাড়া আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

টিএইচ