সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সরাইলে ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

সরাইলে ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলী আজম খাঁন (৬০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, ১০-১২ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার (২২ ডিসেম্বর) উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্ত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের ছেলে মিরান খাঁন জানান, গত রাতে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যান তিনি। সকালে মা আমাকে ডেকে বলছেন তোর বাবাকে ডাকছি কোনো সারা শব্দ নাই। তখন আমি ঘরের টিন কেটে ঘরে ডুকে দেখি ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে রশিতে ঝুলে আছে। 

তিনি আরো বলেন, তার বাবা আলী আজম অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। তিনি ১০-১২ বছর ধরে মানষিক রোগে ভুগছিলেন। শীত আসলেই উনার সমস্যা দেখা দিতো। গত ৮ মাস আগে তার বাবা তাদের দুই ভাই দুই বোনের নামে সকল সম্পত্তি লিখে দেয়। আমার বড় ভাই মিরাজুল খান পুলিশে কর্মরত।

সরাইল থানার ওসি মো. এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে। 

টিএইচ