সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সরাইলে স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

সরাইলে স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্ত্রীর পরকীয়ার জেরে আব্দুল হাকিম (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার (৩১ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের স্বল্প নোয়াগাঁও উত্তর পাড়াগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম ওই এলাকার আব্দুল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাকিমের স্ত্রী বাড়ির পার্শ্ববর্তী এলাকার এক ছেলের সাথে পরকীয়া করছে। এর জের ধরে আব্দুল হাকিম বুধবার (৩১ জুলাই) মাছ মারার বিষ খেয়ে ফেলে পরে পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত সরাইল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিএইচ