বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সরিষাবাড়ীতে মুরাদ সমর্থকদের ওপর হামলা, আহত ১০

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ীতে মুরাদ সমর্থকদের ওপর হামলা, আহত ১০

জামালপুরের সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডাক্তার মুরাদ হাসান এমপি‍‍`র সমর্থকদের উপর নৌকা প্রতীকের সমর্থকদের অতর্কিত হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। 

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টায় সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী তাডিয়াপাড়া স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এ ঘটনা ঘটে।

এ সময় স্বতন্ত্র প্রার্থীর অফিসের চেয়ার ভাংচুর করা হয়। নৌকা প্রতীকের সমর্থকদের হাতে আহত হন- ফারুক হোসেন, রুকন মিয়া, মুন্না মিয়া, রুবেল মিয়া, আমজাদ হোসেন, রাজিব, আতিক, সাদ্দাম হোসেন, দেলখোস মিয়াসহ ১০ জন।

এ ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়সাল আহমেদ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ নিয়ে শিমলা বাজার এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে।

টিএইচ