বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সরিষাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

সরিষাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালপুরের সরিষাবাড়ী আন্তঃউপজেলা সরকারি প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে সম্মাননা স্মারক দেয়া হয়েছে। গত শনিবার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে এই সংবর্ধনা অনুুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শিক্ষাবিদ আব্দুর রশীদ।

এ সময় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ বি.এসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের (অব.) ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা তেজগাঁও কলেজে অধ্যক্ষ ড. হারুন-অর রশিদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরমেয়র মনির উদ্দিন, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান, সাবেক চেয়ারম্যান সামস উদ্দিন প্রমুখ। 

টিএইচ