রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

সরিষাবাড়ীতে গাছচাপায় শ্রমিকের মৃত্যু 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

সরিষাবাড়ীতে গাছচাপায় শ্রমিকের মৃত্যু 

জামালপুরের সরিষাবাড়ীতে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে আব্দুল মজিদ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) উপজেলার গেন্দারপাড়া মজিবর রহমান মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল মজিদ তারাকান্দি গ্রামের মৃত লেফাসু মণ্ডলের ছেলে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া আনু মণ্ডলের বাড়িতে একটি কদম গাছ কাটতে যান আব্দুল মজিদ ও তার লোকজন। 

গাছটি যাতে বৈদ্যুতিক তারের উপর না পড়ে সেজন্য রশি দিয়ে একদিকে টেনে ধরেন। একপর্যায়ে গাছটি অসাবধানতায় আব্দুল মজিদের মাথার ওপর পড়ে। 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ