বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সরিষাবাড়ীতে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ভিড়

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  

সরিষাবাড়ীতে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ভিড়

জামালপুরের সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের ঝিনাই নদীর দুই তীরে  হাজারো মানুষের ঢল নামে নৌকা বাইচ দেখতে। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। গত শনিবার চর বালিয়া ও বলারদিয়ার যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও সরিষাবাড়ী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ড. হারুন অর রশিদ। 

বিশেষ অতিথি হিসেবে- পৌর আ.লীগের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি সাখাওয়াত আলম পল্লব সরকার, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক বাবু মন্টুলাল তেওয়ারী, তথ্য ও গবেষণা সম্পাদক মঞ্জুর মোর্শেদ তরফদার সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। 

ঐতিহ্যবাহী নৌকা বাইচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- আব্দুল মালেক মেম্বার, বদিউজ্জামান বিপুল ও একেএম রফিকুল ইসলাম।

টিএইচ