সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সরিষাবাড়ীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কায় আহত ৩০ 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

সরিষাবাড়ীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কায় আহত ৩০ 

জামালপুরের মাদারগঞ্জ স্পেশাল পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় বাসে থাকা চালকের সহকারী ও যাত্রীসহ ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটে। 

গত শনিবার রাতে যাত্রীবাহী বাসটি জামালপুর জেলার মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা সরিষাবাড়ী পৌরসভার বাউসী মুক্তিযোদ্ধা স্বরণী হয়ে ঢাকার উদ্দেশ্য যাওয়ার সময় পথিমধ্যে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজার এলাকায় এলে এ দুর্ঘটনা ঘটে। 

এ দুর্ঘটনায় আহত যাত্রীরা সকলেই মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় বাসটির চালক পালিয়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সরিষাবাড়ী সিনিয়র স্টেশন মাস্টার মিজানুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অবশিষ্ট আহতরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। গুরুতর আহত দু’জন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 
 
সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, বাসটি কেউ যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য গ্রাম পুলিশকে পাহারত রাখার দায়িত্ব দেয়া হয়েছে।

টিএইচ