শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

সরিষাবাড়ীতে বিট পুলিশিংয়ের মতবিনিময় 

সরিষাবাড়ী প্রতিনিধি

সরিষাবাড়ীতে বিট পুলিশিংয়ের মতবিনিময় 

মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে, অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১২ আগস্ট) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং মতবিনিয়র সভা অনুষ্ঠিত হয়েছে। 

ওই মতবিনিময় সভায় সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহাব্বত কবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলার পুলিশ সুপার কামরুজ্জামান বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে- সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, জামালপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার, সরিষাবাড়ী উপজেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ লতিফ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রমুখ। 

বিট পুলিশিং মতবিনিময় সভাটি পরিচালনা করেন শিক্ষক ফরিদুল ইসলাম। মতবিনিময় সভায় শিক্ষক শিক্ষার্থী জনপ্রতিনিধিসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচ