সরিষাবাড়ী পৌরসভার ময়লা-আর্বজনা ডাস্টবিন ছেড়ে রাস্তায় ফেলা হচ্ছে। এতে দোকানদার, পথচারীসহ পৌরবাসী আর্বজনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, পৌরসভার আরামনগর বাজারের ব্যস্ততম সড়ক সার হাটির পাশেই এ ময়লা-আর্বজনা স্তুপ। এ ময়লা আর্বজনা পাশে রয়েছে একটি মসজিদ। এ মসজিদে নামাজ আদায় করতে আসা মুসুল্লিরাসহ দোকানদার, পথচারীরা ওই ময়লা ভাগাড়ের দুর্গন্ধের অতিষ্ট হয়ে পড়েছে।
সমপ্রতি টানা কয়েক দিন বৃষ্টি হওয়ায় জমাকৃত ময়লা-আবর্জনা পচে গলে দুর্গন্ধ আরও বেড়েছে। এ দুর্গন্ধ আবর্জনার পাশ কাটিয়েই পথচারী ও ব্যবসায়ী মহল তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ আবর্জনা মাস খানেক যাবৎ পৌর কর্তৃপক্ষ পরিষ্কার না করায় দুর্গন্ধে পথ চলা দুর্বিসহ হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করেন।
এ ব্যাপারে পৌর সভার ময়লা-আবর্জনা সংরক্ষণ পরিদর্শক আব্দুল হাকিম বলেন, পৌরসভার অধীন ডাস্টবিন রয়েছে, হাসপাতালে-১টি, শিমলা বাজারে ১টি, আরামনগর বাজারে ২টি ও মাইজবাড়ী এলাকায় ১টি। ময়লার গাড়ি বিকল হাওয়ায় সময়মত ময়লা পরিষ্কার করা যায়নি।
সরিষাবাড়ী পৌরমেয়র মনির উদ্দিন জানান, আমি দেশের বাহিরে ছিলাম। শিগগিরই ডাস্টবিনের ময়লা-আবর্জনা অপসারণ করার ব্যবস্থা করা হবে।
টিএইচ