বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

সর্বজনীন পেনশন স্কিম সহায়তা কেন্দ্রের উদ্বোধন 

সিলেট ব্যুরো

সর্বজনীন পেনশন স্কিম সহায়তা কেন্দ্রের উদ্বোধন 

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অর্থ ও আয় বাড়ছে। রাষ্ট্র ধনী হচ্ছে, তাই প্রধানমন্ত্রী চাচ্ছেন এদেশের নাগরিকরাও এর অংশ যেন বুঝে পান। 

আর সেই অংশ পেতে হলে সবাইকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক নেতৃত্বে ও অসীম সাহসিকতার কারণে তলাবিহীন ঝুড়ি খ্যাত এ দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সিলেট জেলা প্রশাসন এবং বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত সার্বজনীন পেনশন স্কিম সহায়তা কেন্দ্র উদ্বোধন ও অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক মহের উদ্দিন সেখের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে সুন্দর ও উন্নত জীবন দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন। 

যারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী গতবছর সার্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেছিলেন। এসময় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন, মো. সাহেব আলী প্রমুখ।

টিএইচ