সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সলঙ্গায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সলঙ্গায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

সিরাজগঞ্জের সলঙ্গায় রেজাউল করিম নামে এক অটোচালককে শ্বাসরোধে হত্যা করে ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

শনিবার (০১ জুন) সলঙ্গা থানার বাসুদেবকোল এলাকা থেকে নিহতের হাত-পা বাঁধা মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত রেজাউল করিম থানার দত্তকুশা কামার পাড়া গ্রামের রমজান আলীর ছেলে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি র্যাব-১২ সদস্যরা কাজ করছেন।

সলঙ্গা থানার ওসি (তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ জানান, নিহত রেজাউল করিম প্রতিদিনের মতই গত শুক্রবার রাতে তার ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে কাজে বের হয়ে আর বাড়ি ফেরেনি। 

শনিবার (০১ জুন) বাসুদেবকোল এলাকায় রাস্তার পাশে কলাগাছ বাগানে তার হাত-পা বাঁধা মরহেদ দেখতে পেয়ে তা উদ্ধার করে পুলিশ। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে ভ্যানগাড়িটি ছিনতাই করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।

টিএইচ