আগামী কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে কেউ যাতে কোন প্রকার সহিংসতা করতে না পারে সেজন্য পুলিশ বাহিনীর সদস্যদেরকে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বরিশালের নবাগত জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
বুধবার (১২ জুলাই) বরিশালের গৌরনদী মডেল থানা বার্ষিক পরিদর্শন, থানায় স্থাপিত পুলিশের স্যালুটিং ডায়াস এবং ব্রিফিং সেন্টার নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।
একই সময় তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোথাও কোন সহিংসতা সৃষ্টির চেষ্টার সংবাদ পেলে তাৎক্ষনিক তা আমাকে জানান। আমি দ্রুত তা মোকাবেলা করব।
বুধবার (১২ জুলাই) নবাগত ওই জেলা পুলিশ সুপার গৌরনদী মডেল থানা বার্ষিক পরিদর্শনে আসেন। উদ্বোধন শেষে তিনি থানা চত্বরে একটি আম গাছের চারা রোপণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী, গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন, আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম সরোয়ার, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি মো. লুৎফর রহমান দিপ, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক উত্তম দাস, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পালসহ স্থানীয় সাংবাদিক নেতারা।
টিএইচ