শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

সাঁথিয়ায় নগদের টাকা ছিনতাইয়ের রহস্য উদঘাটন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সাঁথিয়ায় নগদের টাকা ছিনতাইয়ের রহস্য উদঘাটন

পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানা এলাকায় চাঞ্চল্যকর নগদের ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত ৮জনকে গ্রেপ্তার ও আলামত উদ্ধার করেছে পুলিশ।

গত মঙ্গলবার পাবনা জেলা পুলিশের প্রেস ব্রিফিং এ জানা যায়, গত ১৪ মার্চ পাবনা সদর থানার শালগাড়িয়া মহল্লার আবদুস সাত্তরের ছেলে নগদের ডিস্ট্রিবিউটর মামুনুর রহমান (৪১) ও তার ব্যবসায়িক মাঠকর্মী বগারামপুর মহল্লার হামিদুর রহমানের ছেলে ইয়াকুব ইসলাম বিশাল (২৩) এবং বড়দিকশাইল গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে তুহিন হোসেন (২২) পাবনা মার্কেন্টাইল ব্যাংক থেকে টাকা উত্তোলন করে একটি মোটরসাইকেল যোগে আতাইকুলা ও সাঁথিয়া থানা এলাকায় টাকা সরবরাহ করতে যায়। 

ওই দিন আতাইকুলা থানাধীন মাধপুর হাইওয়ে থানার দক্ষিণ-পশ্চিম পাশে পাবনা-ঢাকাগামী হাইওয়ে রাস্তায় পৌঁছামাত্র রেজি.বিহীন একটি মোটরসাইকেলে থাকা তিনজন অস্ত্রের মুখে তাদের গতিরোধ করে এবং তাদের নিকট থাকা ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় তারা আতাইকুলা থানায় ধারা-৩৯৪ পেনাল কোড মামলা করেন যার নং-১৫।

মামলার পর  পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাসুদ আলমের নেতৃত্বে ওসি হাফিজুর রহমান, আতাইকুলা থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, ওসি ডিবি এমরান মাহমুদ তুহিন ও জেলা গোয়েন্দা শাখা পাবনার এসআই (নি.) সাগর কুমার সাহার সমন্বয়ে একটি টিম গঠন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারসহ রহস্য উদঘাটনের নির্দেশনা প্রদান করেন। 

তারা ওই ঘটনার রহস্য উদঘাটনের নিমিত্তে সিসি ক্যামেরা পর্যালোচনা, স্থানীয় গোপন সূত্র এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১৫এপ্রিল পাবনা শহরের বিভিন্ন জায়গায় রাতভর অভিযান করে ওই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িতদের সনাক্তপূর্বক আসামি শিস ইসলাম (২২), ইয়াছিন আলী ওরফে রাহাত (২১), রায়হান হোসেন (২১), ইমন হোসেন বাধন (২৪), তানভীর হোসেন (২১), শাহরিয়ার ইমতিয়াজ ওরফে রনি (২২), ইমরান শেখ (২৪), তুহিন হোসেনসহ (২৭), আটজনেকে গ্রেপ্তার করে এবং তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহূত ০২ রাউন্ড গুলিসহ একটি রিভলবার, দুইটি মোটরসাইকেল, হেলমেট, এবং একটি চাকু উদ্ধার করে।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ১নং আসামি শিস ইসলাম নগদ কর্মী আসামি তুহিন এবং নগদ কর্মী ইমরান শেখের সহিত সপ্তাহখানেক পূর্বে ওই ঘটনা ঘটানোর পরিকল্পনা করে। ঘটনা সংঘটিত করার জন্য রিজন রাহাতের নিকট অস্ত্র সরবরাহ করে।

পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন সকালে ইমরান শেখ কৌশলে শিস ইসলামকে মোবাইল ফোনের মাধ্যমে অপর নগদ কর্মী তুহিনের লোকেশন সরবরাহ করে। নগদ কর্মী তুহিনের সাথে শিস ইসলামসহ অন্যরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ হতে বিরত থাকে। উদ্দ্যেশ্য তুহিনকে কোনভাবেই যেন সন্দেহ না হয়। 

পরিকল্পনা মোতাবেক নগদ কর্মী তুহিন ব্যাংক থেকে টাকা নিয়ে রওনা দিলে পূর্ব থেকে পাবনা যুব উন্নয়নের সামনে অবস্থানকারী শিস ইসলামসহ তার সাথে থাকা রাহাত ও রায়হানকে অপর নগদ কর্মী ইমরান মোবাইলের মাধ্যমে লোকেশন দেয়। তার দেয়া তথ্য মতে তুহিন যুব উন্নয়নের সামনে দিয়ে যাওয়ার পরপরই শিস ইসলাম, রাহাত ও রায়হান একটি মোটরসাইকেলে এবং তানভির ও বাধন অন্য একটি মোটরসাইকেলে তাদের পিছু নেয়। 

একপর্যায়ে আতাইকুলা থানাধীন মাধপুর হাইওয়ে থানার সামনে পৌঁছালে অস্ত্র ঠেকিয়ে তুহিন এবং তার সাথে থাকা নগদ কর্মী ইয়াকুব ইসলাম বিশালের কাছে থাকা সর্বমোট ৫ লাখ ৭০ হাজার  টাকা ছিনতাই করে নিয়ে যায়। 

টিএইচ