সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন 

গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি গোলজার হোসেনের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  

শনিবার (১১ মে) মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।  

মুন্সীগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত ঘণ্টাব্যাপি এই মানববন্ধন থেকে ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা হোসেন্দী ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুসহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক কঠোর শাস্তির দাবি জানিয়ে ও ঘটনার সময় ওই ভোটকেন্দ্রে দায়িত্বরত সকল পুলিশ সদস্যকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি করেন সাংবাদিকরা।

 প্রেসক্লাব সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েলের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মো. সুজন হায়দার জনির সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন স্থানীয় দৈনিক সভ্যতার আলো সম্পাদক ও মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদ, সাংবাদিক আতিকুর রহমান টিপু, বর্তমান  সহ-সভাপতি, গোলজার হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। 

গত ৮ মে গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দিন হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও ব্যালটপেপার ছিনতাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করে ৯ মে পৃথক দুটি মামলা রুজু হয় গজারিয়া থানায়। মামলার পর ২ দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

টিএইচ