সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সাংবাদিকদের সঙ্গে আলমডাঙ্গার নবাগত ইউএনওর মতবিনিময় 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে আলমডাঙ্গার নবাগত ইউএনওর মতবিনিময় 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নবাগত ইউএনও মেহেদী ইসলাম সমপ্রতি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেন। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কাজ ও প্রশাসনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভাটি আলমডাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয়ে শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত শোনেন। ইউএনও আলমডাঙ্গার উন্নয়নের জন্য সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং তাদের সহযোগিতার আহ্বান জানান। 

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের সচেতনতা বাড়ানো এবং প্রশাসনের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি করা সম্ভব। উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের জন্য তার পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসার আশীষ কুমার কুন্ডু, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নেতারাসহ আলমডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

টিএইচ