বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে দৌলতপুরে মানববন্ধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে দৌলতপুরে মানববন্ধন

কুষ্টিয়ায় স্থানীয় সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে দৌলতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সড়কে সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

দৌলতপুর প্রেস ক্লাব, দৌলতপুর রিপোর্টার্স ক্লাব, দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসি, আল্লারদর্গা প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা দৌলতপুর উপজেলা শাখা এবং দৌলতপুর সাংবাদিক ফোরামের নেতারাসহ এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।

মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি দৌলতপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক তাশরিক সঞ্চয়ের সঞ্চালনায় বক্তব্য দেন- দেশ টিভির সংবাদকর্মী সজল বিশ্বাস, এশিয়ান টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সালাউদ্দিন প্রিন্সসহ স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসির সভাপতি আব্দুল আলীম সাচ্চু।

এ সময় বক্তারা সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে সকল আসামিদের দ্রুত আটকের তাগিদ দেন, প্রয়োজনে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

টিএইচ