সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের আটকের দাবিতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাগেরহাটের কর্মরত গণমাধ্যমকর্মীরা এ মানববন্ধন অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশে যদি সাংবাদিকরা হামলার শিকার হয়। এটা কোন কাম্য নয়। স্বৈরাচারী সরকারে আমলে সাংবাদিকরা যে ভাবে হত্যা নির্যাতনের শিকার হয়েছে, এখনও সেই ধারা অব্যাহত রয়েছে। সময় টিভির সজিবুরও কেবল সাংবাদিকতার কারণে হামলার শিকার হয়েছেন। যারাই এর সঙ্গে জড়িত থাকুক তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামন, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সহ-সভাপতি নকিব সিরাজুল ইসলামসহ আরও অনেকে। গত ৩১ ডিসেম্বর রাতে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান।
টিএইচ