বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সাংবাদিক নাদিম হত্যা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  

সাংবাদিক নাদিম হত্যা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সংবাদ প্রকাশের জেরে বাংলানিউজের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও গ্রেপ্তার আসামিদের দ্রুত বিচারকার্য শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব। 

বুধবার (৫ জুলাই) সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সামনে প্রধান সড়কে মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাংবাদিকদের সাথে সাধারণ মানুষও মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক তৌকির আহমেদ হাসু, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। 

টিএইচ