শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে অনশন 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে অনশন 

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত ১৭ আসামিকে গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরের সামনে অনশন কর্মসূচি পালিত হয়। 

অনশন কর্মসূচিতে ১৭ এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার, দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা ও সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। 

এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সহসভাপতি রাজ্জাক মাহমুদ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহজামাল, সাংবাদিক আশরাফুল হায়দার, বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহীন আল আমিন প্রমুখ। 

উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর অনশন চলাকালে অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে সকল সাংবাদিককে অনশন ভাঙতে অনুরোধ করেন বকশীগঞ্জ পৌরমেয়র নজরুল ইসলাম সওদাগর।

পরে মেয়র নজরুল ইসলাম সওদাগর ফলের জুস ও পানি পান করিয়ে সাংবাদিকদের অনশন ভাঙান। অনশন কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

টিএইচ