বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সাঘাটায় বিয়ে অনুষ্ঠানে মারামারি থামাতে গিয়ে নারী নিহত

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি 

সাঘাটায় বিয়ে অনুষ্ঠানে মারামারি থামাতে গিয়ে নারী নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভাগ্নের বিয়ে অনুষ্ঠানে মারামারি থামাতে গিয়ে ধাক্কায় খালা রওশন আরা নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। সে মথরপাড়া গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সাঘাটা  উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের যাদুর তাইড় গ্রামে (চৌধুরী পাড়া) মৃত আব্দুল ওহাবের ছেলে রাশেদ মিয়ার বিয়ে অনুষ্ঠানে আসেন রওশন আরা। ওই বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের এমপ্লিফায়ার হারিয়ে যায়। এ ঘটনায় একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সমাপ্ত ইসলামকে চোর সন্দেহ করায় উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। 

এ ঘটনার সূত্র ধরে গত বৃহস্পতিবার সমাপ্ত ইসলামের আত্মীয় স্বজনের  ১০/১২ জনের একটি দল ক্ষিপ্ত হয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে রাশেদের বাড়িতে হামলা চালায়। 

এ সময় রওশন আরা বাঁধা দিলে তাকে ধাক্কা দিলে সে দরজার খুটির বাঁশের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। এতে সে আহত হলে প্রথমে তাকে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার অবস্থার অবনতি হলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় শুক্রবার  (২৩ ফেব্রুয়ারি) সাঘাটা থানার ওসি মমতাজুল  হক ও এএসআই শাহাজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সাঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাঘাটা থানা ওসি মমতাজুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 

টিএইচ