সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সাঘাটায় মাদ্রাসাছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন 

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

সাঘাটায় মাদ্রাসাছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন 

সাঘাটায় মাদ্রাসাছাত্র সাব্বিরের (১১) হত্যাকারী ইমরানের ফাঁসির দাবিতে সাঘাটা উপজেলার রাঘবপুর কানিপাড়া মাদ্রাসার সামনে শুক্রবার (১২ জানুয়ারি) এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে আইয়ুব হোসেন, তোফাজ্জল হোসেন, জাহিদ মিয়া ও সাব্বিরের পিতা আনিসুর রহমান খুড়ু। বক্তারা সাব্বিরের হত্যাকারী পশ্চিম দুর্গাপুর গ্রামের আলেখ উদ্দিন গটুর ছেলে ইমরান হোসেনের ফাঁসির দাবি জানান। ইমরানকে গত ৯ জানুয়ারি গোবিন্দগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করেছে। 

এমরান পুলিশের নিকট হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। মাদ্রাসাছাত্র সাব্বিরের চাচা ঘাতক ইমরান প্রায় তিন বছর যাবত সাব্বিরকে শারীরিক নির্যাতন করে আসছিল। সাব্বির এর প্রতিবাদ করায় গত ১৭ ডিসেম্বর রাতে কৌশলে সাব্বিরকে ডেকে নিয়ে বসতবাড়ির পশ্চিম পাশে কলা খেতে শ্বাসরোধ করে হত্যা করে। 

পরদিন ১৮ ডিসেম্বর হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আলাইনদীর পাড়ে গলায় গেঞ্জি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সাব্বিরের লাশ উদ্ধার করে পুলিশ ।

টিএইচ