শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

সাজেকে সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

বাঘাইছড়ি (রাঙ্গামাটি)  প্রতিনিধি

সাজেকে সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সাজেক ইউনিয়নে ০৪ ও ০৫নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও দুস্থ পাহাড়ী ও বাঙালি পরিবারের মধ্যে ২০০ জন পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন লে. কর্নেল মো. খায়রুল আমিন পিএসসি, অধিনায়ক ৬ই বেঙ্গল, বাঘাইহাট জোন কমান্ডার। এছাড়াও উপস্থিত ছিলেন, মেজর মো. আবু নাঈম খন্দকার, উপ অধিনায়ক (ভারপ্রাপ্ত), ৬ই বেঙ্গল, বাঘাইহাট জোন। 

এ সময় ৩৬নং সাজেকে ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা ও ০৪, ০৫, ০৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার সুমিতা চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, রায়হান উদ্দিন,  ঈসমাইল হোসেন এবং এলাকার কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই সবাইকে একত্রিত করে দেয়া সম্ভব নয় বিধায়  তাদের যাতায়াতের কথা চিন্তা করে বয়স্ক ব্যক্তিদের কষ্ট লাঘবের জন্য আজ আমরা গঙ্গারাম ও বাঘাইহাট বাজার এলাকায় কম্বল বিতরণ করেছি। 

সেনাবাহিনী সব সময় দেশের ও মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 

টিএইচ