শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post
রাঙামাটিতে পাহাড় ধস

সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ, ৫ হাজার পর্যটক আটকা

রাঙামাটি প্রতিনিধি

সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ, ৫ হাজার পর্যটক আটকা

ভারি বৃষ্টিতে হঠাৎ পাহাড়ধসে খাগড়াছড়ির সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে প্রায় পাঁচ হাজার পর্যটক আটকা পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে সাজেকের নন্দারাম এলাকায় ভারি বর্ষণের ফলে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। মাটি সরাতে কাজ করেছেন স্থানীয় লোকজন ও সেনাবাহিনীর সদস্যরা।

বিষয়টি জানিয়েছেন বিঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার। 

তিনি বলেন, রাতে পাহাড়ধসের ঘটনা ঘটে। তবে সড়কের মাটি অপসারণের কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সাজেক প্রান্তে প্রায় দুই হাজার ও খাগড়াছড়ি প্রান্তে তিন হাজার পর্যটক আটকা পড়ে আছেন। 

টিএইচ