বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সাটুরিয়ায় কৃষকের মরদেহ উদ্ধার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

সাটুরিয়ায় কৃষকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) সকালে দরগ্রাম সাটুরিয়ার সড়কের পাশে ঘিওর এলাকার মো. বাদশা মিয়ার পরিত্যক্ত ভবন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি পরিকল্পিত হত্যা না অপমৃত্যু এ নিয়ে চলছে সমালোচনা। 

এদিকে সাটুরিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালে পাঠিয়েছেন। স্থানীয় লোকজন ক্ষেতে কৃষি কাজ করতে এসে একটি পরিত্যক্ত ভবনে মরদেহ ঝুলতে দেখতে পাই। পরে স্থানীয় ইউপি মেম্বার থানায় খবর দেন।

জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. ছানোয়ার হোসেন (৪০) বিয়ে করে ঘিওর এলাকার মো. লুৎফর রহমানের মেয়েকে। দীর্ঘদিন ঘর সংসার করে তাদের গরে ফুটফুটে দুটি ছেলে সন্তান হয়। বড় ছেলে ইসরাফিল প্রথম শ্রেণির ছাত্র ছোট ছেলে ইয়ামিন হোসেন মাদ্রায় লেখাপড়া করে। ছানোয়ারের স্ত্রী ধামরাইয়ের একটি তুলা কারখানায় কাজ করেন।

সাটুরিয়া থানার ওসি মো. মাহবুব হোসেন জানান, মরদেহের গায়ে আঘাতের কোনো সিমটম না থাকায় প্রাথমিকভাবে ধারণা কর হচ্ছে অপমৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বুঝা যাবে হত্যা না অপমৃত্যু। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে তিনি জানান।

টিএইচ