শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩১
The Daily Post

সাতকানিয়ায় টপ সয়েল কাটায় জরিমানা

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি

সাতকানিয়ায় টপ সয়েল কাটায় জরিমানা

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির উর্বর অংশ তথা টপ সয়েল কেটে ইট তৈরির প্রমাণ পাওয়ায় একটি ইটভাটাকে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর এলাকায় অবস্থিত জিলানী ব্রিক ফিল্ডে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

অভিযানকালে জমির টপ সয়েল কেটে ইট প্রস্তুতের প্রমাণ পাওয়ায় জিলানী ব্রিক ফিল্ডের ম্যানেজার হাজী বেলাল আহমদকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। মোবাইল কোর্টে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা এবং সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা।

টিএইচ