সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সাতকানিয়া দেওদীঘি বলিখেলায় যৌথ  চ্যাম্পিয়ন জীবন ও খালু বলি 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সাতকানিয়া দেওদীঘি বলিখেলায় যৌথ  চ্যাম্পিয়ন জীবন ও খালু বলি 

সাতকানিয়া বাংলা নববর্ষ উপলক্ষে প্রাচীনতম ঐতিহাসিক দেওদীঘির বলি খেলা ও বৈশাখী মেলা গত রোববার দেওদীঘি বাজার সংলগ্ন বিশাল খোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

ইউপি চেয়ারম্যান আবু ছালেহ উদ্যোগে আয়োজিত বৈশাখী মেলা ও বলি খেলায় কক্সবাজার, রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, চকরিয়া, লোহাগাড়া থেকে নামি দামি বলি খেলায় অংশগ্রহণ করেন । 

বিকাল ৪টা থেকে ৬ টা পর্যন্ত জোড়ায় জোড়ায় বলি তুমুল লড়াই চালিয়েছে। ফাইনালে চকরিয়া জীবন বলি, মহিষখালী খালু বলির মধ্যে তুমুল দশ মিনিট লড়াইয়ের পর কে কাউকে পরাজিত করতে না পারায় কর্তৃপক্ষ দুজনকে যৌথ চেম্পিয়ন ঘোষণা করে খেলা সমাপ্ত ঘোষণা করেন। খেলা শেষে  সিদ্দিক বলি, জামাল বলি জীবন, বলি খালু বলিসহ পত্যক বলি নেচে নেচে পুরো মাঠ প্রদক্ষিণ করেন।

ইউপি চেয়ারম্যান আবু ছালেহের সভাপতিত্বে আয়োজিত বৈশাখী মেলা ও বলি খেলায় কঠোর নিরাপত্তা ছিল। খেলায় আনন্দমূখর উৎসব ও কুটির শিল্প শিশু-কিশোরদের খেলনা মহিলাদের সাজসজ্জা সামগ্রীসহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য ও মিষ্টান্ন যেমন চিড়া, মুড়ি, খৈ, বাতাসা ইত্যাদি এই মেলার বিশেষ আকর্ষণ। 

প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকারসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ অন্য অথিতিরা উপস্থিত ছিলেন।

টিএইচ